ওয়েবসাইটে প্রথমে লগইন করে, Affiliate Area-তে গিয়ে অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য রেজিস্টার করতে হবে। তারপর যে কোর্সটির এফিলিয়েট করতে চান, Affiliate URLs ট্যাব থেকে সেই কোর্সের অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করে ফেলুন। তারপর সেই এফিলিয়েট লিংক ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কে প্রমোট করে প্রতি সেলের উপর ২০% কমিশন পাবেন। (তার মানে, আপনার লিঙ্কে ক্লিক করে কেও ১০,০০০ টাকা মূল্যের কোর্স কিনলে আপনি পেয়ে যাবেন ২০০০ টাকা)

আর MSB Academy এফিলিয়েট ৩০ দিনের কুকিজ সিস্টেমে কাজ করে। মানে কেউ যদি আপনার এফিলিয়েট লিংকে ক্লিক করে, তারপর ৩০ দিন পর্যন্ত MSB Academy থেকে যত কোর্স কিনবে তার ২০% কমিশনও আপনি পাবেন। উল্লেখ্য, ৩০ দিনের ভিতর অন্য কারো এফিলিয়েট লিংকে ক্লিক করে উক্ত ইউজার পুনরায় যদি ওয়েবসাইট থেকে কোন কোর্স কিনে, তাহলে সর্বশেষ যার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করেছিল সেই ২০% কমিশন পাবে।