অন্য প্লাটফর্মের পাবলিশ করা কোর্স আমরা যেমন পাবলিশ করি না, তেমনটি আপনি আমাদের সাইটে কোর্স পাবলিশ করলে সেই কোর্স অন্য প্লাটফর্মে পাবলিশ করতে পারবেন না। কারণ আমরা চাই আমাদের সাইটে সুধুমাত্র Unique & Best Quality কোর্স থাকুক, যাতে করে আমাদের MSB Academy-এর স্টুডেন্টরা বেস্ট লারনিং এক্সপেরিয়েন্স পায়।
আর আমরা যদি দেখি যে, আমাদের প্লাটফর্মে পাবলিশ করা কোর্স আপনি অন্য প্লাটফর্মে সেল করছেন তাহলে আমরা সেই কোর্স ফ্রী করে দিব সবার জন্য অথবা কোর্সের প্রাইস কমিয়ে দিব এবং এই ক্ষেত্রে ইনসট্রাক্টরের কোন মতামত নেয়া হবে না।
এমনকি আমাদের স্টুডিওতে তোলা কোন ছবি কিংবা ভিডিও, অরিজিনাল অথবা মডিফাই করে অন্য কোন প্লাটফর্মে বা কোন কমার্শিয়াল কাজে ব্যাবহার করা যাবে না। সেগুলো ব্যাবহার করতে পারবেন শুধুমাত্র MSB Academy-এর কোর্স সেল বিক্রি বা প্রোমোশনের উদ্দেশ্যে। তাই এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন।
বিঃদ্রঃ এই সাইটে কোর্স পাবলিশ করা হলে সেটা আর কোনভাবেই রিমুভ করা যাবে না। কারণ MSB Academy এর সকল স্টুডেন্টদের কোর্সের লাইফটাইমের জন্য অ্যাক্সেস দেয়া হয়। তাই পাবলিশ করা কোর্স কখনো রিমুভ করা যাবে না।