অবশ্যই। MSB Academy প্লাটফর্মে কোর্স পাবলিশ করা ইন্সট্রাক্টরদের নিয়ে রয়েছে একটি প্রাইভেট গ্রুপ। যেখানে একজন আরেকজন ইন্সট্রাক্টরের সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারবে। কোন প্ল্যান বা সেল বাড়ানোর কোন টেকনিক নিয়ে আলোচনা করতে পারবে। আপনার প্রথম কোর্স আমাদের প্লাটফর্মে সাকসেসফুলি পাবলিশ হয়ে গেলেই আপনাকে ইন্সট্রাক্টর ক্লাব প্রাইভেট কমিউনিটিতে অ্যাড করা হবে।
বর্তমানে কোন কোন বিষয়ে স্টুডেন্টদের কোর্স করার জন্য আগ্রহ বেশি সেই ডাটা শেয়ার করা হবে। যার উপর ভিত্তি করে ইন্সট্রাক্টররা বুঝতে পারবে যে, নেক্সট কোন কোর্স বানালে ভালো রেসপন্স পাওয়া যাবে। শুধু তাই না, কোর্সের সেল বাড়ানোর জন্য নিত্য নতুন টেকনিক শেয়ার করা হবে। যার মাধ্যমে আপনি আপনার কোর্সের সেলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন।