MSB Academy প্লাটফর্মের অন্যতম বিশিষ্ট হচ্ছে, এনরোল করা স্টুডেন্টরা কোর্সের ফোরামে ইন্সট্রাক্টরের সাপোর্ট পাবে। তাই আপনি যেই কোর্স পাবলিশ করবেন, সেই কোর্সের ফোরামে অবশ্যই স্টুডেন্টদের কোর্স সম্পর্কিত সমস্যার সমাধান দিতে হবে। কোর্সের ফোরাম আপনি আপনার কোর্সে ঢুকলেই দেখতে পারবেন। (নিচের ইমেজটি লক্ষ করলেই বুঝতে পারবেন আপনার কোর্সের ফরামের লিঙ্কটি কোথায় থাকবে)
কেও ফোরামে পোস্ট করলেই আপনার কাছে একটি ইমেইল যাবে। সুতরাং যত তাড়াতাড়ি স্টুডেন্টদের সমস্যার সমাধান করবেন, স্টুডেন্টরা আপনার কোর্স করে তত বেশি উপকৃত হবে এবং আপনার পরবর্তী কোর্সগুলা কিনতেও আগ্রহী হবে।
বিঃদ্রঃ ইন্সট্রাক্টরকে কোর্সের ফোরামে সব সময় স্টুডেন্টদের সাপোর্ট দিতে হবে। যদি বিশেষ কোন কারণ ছাড়াই ৭ দিন বা তার বেশি সময়ের জন্য ইন্সট্রাক্টর স্টুডেন্টদের ফোরামে সাপোর্ট দেয়া বন্ধ করে দেয়, তাহলে MSB Acacdemy কর্ত্রীপক্ষ যে ডিসিশন নিবে, ইন্সট্রাক্টরকে সেটাই মেনে নিতে হবে।