MSB Academy বাংলাদেশ এর একমাত্র আন্তর্জাতিক মানসম্পন্ন অনলাইন লারনিং প্লাটফর্ম। সুতরাং এইখানে ইনসট্রাক্টর হিসাবে জয়েন করতে হলে, যে বিষয়এ আপনি এক্সপার্ট সুধুমাত্র সেই বিষয়গুলোর উপর কোর্স পাবলিশ করতে হবে। আর কোর্সের এনরোল করা স্টুডেন্টদের কোর্স রিলেটেড সমস্যার সমাধান কোর্সের ফোরামে দিতে হবে। যাতে করে স্টুডেন্টরা বেস্ট লারনিং এক্সপেরিয়েন্স পায়। 

এখন ইনসট্রাক্টর হতে চাইলে আপনাকে প্রথমে একটি ফর্ম সাবমিট করতে হবে। ফর্মটি এই লিংকে পাবেনঃ https://www.msbacademy.com/become-an-instructor/

এই ফর্মে একটি অপশন দেখবেন YouTube Channel/Sample Video Link. এই জায়গায় আপনার ইউটিউব চ্যানেল থাকলে সেটির লিঙ্ক দিবেন, অথবা কোর্সের যেকোনো একটা লেকচার Google Drive-এ আপলোড করে সেটির লিঙ্ক দিবেন। এইটি খুবই গুরুত্বপূর্ণ! কারণ আপনার ভিডিও কোয়ালিটি, মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি ভালো না হলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। আর সব কিছু ঠিক ঠাক থাকলে খুব সিগ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে এবং ইনসট্রাক্টর হিসাবে Approval দেয়া হবে।