কোর্সের ভিডিও লেকচারগুলো যখন দেখবেন, এক একটা লেকচার দেখা শেষ হলে "কমপ্লিট" বাটনে ক্লিক করবেন। কোন কুইজ থাকলে সেগুলা কমপ্লিট করবেন। আর যখন আপনি কোর্সের ৮০%-১০০% দেখা কমপ্লিট করে ফেলবেন তখন আপনার প্রোফাইলের সার্টিফিকেট ট্যাবে দেখবেন সেই কোর্সের সার্টিফিকেট অ্যাড হয়ে গেছে। তখন চাইলে আপনি সেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার স্কিল সবার কাছে শেয়ার করতে পারেন।
Did you find this article helpful?
Updated on