আপনি যদি ফ্রী কোর্স পাবলিশ করতে চান, তাহলে কোর্সের ডিউরেশন মিনিমাম ১ ঘণ্টা+ হতে হবে এবং কমপক্ষে ১০ টি লেকচার থাকতে হবে। আর পেইড কোর্সের ডিউরেশন মিনিমাম ২ ঘণ্টা বা তার বেশি হতে হবে এবং কমপক্ষে ২০টি লেকচার থাকতে হবে। পেইড কোর্সের ক্ষেত্রে কোর্স যত দীর্ঘ হবে, যত বেশি টপিক ভালোভাবে কভার করা হবে, আপনার কোর্সের সেলের সম্ভবনা তত বেশি বেড়ে যাবে।

তাই কোর্স বানানোর সময়, কোর্স কত ঘণ্টা হল? সেই ব্যাপারে ফোকাস না রেখে, কীভাবে রিসোর্সফুল কোর্স ভালোভাবে বানানো যায় সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। কোর্স বানানোর মূল উদ্দেশ্য থাকবে, যাতে স্টুডেন্টরা আপনার কোর্স করে ভালো কিছু শিখতে পারে। তাহলেই আপনি একজন ইন্সট্রাক্টর হিসাবে সবার সম্মান এবং ভালোবাসা পাবেন।

বিঃদ্রঃ আপনার কোর্স ফ্রী অথবা পেইড যেটাই হোক না কেন, কোর্সের মধ্যে কোন অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যাবহার করা যাবে না এবং আপনার রেকর্ড করা ভিডিওতে কোন Watermark Or Logo ব্যাবহার করা যাবে না।